বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকানার আবেদন করলেন প্রবাসী জগলুল হুদা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ১১:৩০:৫৭ অপরাহ্ন
 
                                                    ডাক ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সিলেট ফ্র্যাঞ্চাইজির মালিকা পেতে আবেদন করেছেন আমেরিকা প্রবাসী সিলেটি ও জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের স্বত্ত্বাধিকারী জগলুল হুদা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মালিকানার জন্য আবেদনের শেষ দিনে তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন জমা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জগলুল হুদার ছোটভাই আয়ান মুমিনুল হক।
তিনি বলেন, ‘আমরা আজ সন্ধ্যায় আবেদন জমা দিয়েছি। আশা করি আগামী পাঁচ বছরের জন্য সিলেট স্ট্রাইকার্সের দায়িত্ব আমরা পাবো।’
সিলেটবাসীকে শিরোপা দিতে চান জানিয়ে তিনি বলেন, ‘বিপিএলে সিলেটবাসীকে বরাবরই হতাশ হতে হয়েছে। আমরা মালিকানায় আসার পরও বিগত সময়ে কিছু জটিলতা ছিল। তবে সব কিছু কাটিয়ে আমরা শিরোপার পথে হাঁটতে চাই। যদিও বিপিএলের এই আসর শুরুর আগে সময় খুবই কম। তবুও আমরা সাধ্যমত চেষ্টা করব সবকিছু গুছিয়ে ভালো কিছু করার।’
এর আগেও বিগত তিন বছর সিলেট স্ট্রাইকার্সের পৃষ্ঠপোষকতায় ছিলেন প্রবাসী এই ক্রীড়া সংগঠক। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মোহাম্মদ আমির, তৌহিদ হৃদয়, তানজিম সাকিব, জাকের আলী অনিক, বিদেশি তারকা ক্রিকেটারের মধ্যে কর্নওয়েল, স্টারলিং, টপলিদের নিয়ে প্রথমবারের মতো ফাইনালও খেলেছিল সিলেট।





 
 
						