ছাতকে সীমান্তবর্তী ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ১২:৩২:২৪ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকের ইসলামপুর ইউনিয়নের ভারতের সীমান্ত লাগোয়া লুবয়া ও বনগাঁওবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত বনগাঁওয়ের মানিক মিয়াকে ঢাকায় এবং লুবিয়া গ্রামের দিলোয়ার হোসেন ও মুক্তার হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, উভয় পক্ষের আরো অনেকেই আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০ টার দিকে ইছামতী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষের মধ্যে দফায়-দফায় সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে বিজিবি, পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সময় ইছামতী বাজারে কয়েকটি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানিয়েছে, এলসি’র চুনাপাথর ব্যবসার টাকা লেনদেন নিয়ে রাতে লুবিয়া গ্রামের কামরুজ্জামান কামরুল ও বনগাঁওয়ের ফজল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দু’গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার জন্য উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।




