শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখার অঙ্গীকার
ছাতক সোশ্যাল ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৮:৫১:০৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটে অবস্থানরত ছাতকবাসীর সংগঠন ‘ছাতক সোশ্যাল ফোরামের’ ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে নগরীর আম্বরখানাস্থ কার্যালয়ে এক আলোচনা সভা, কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়। এতে ছাতকের ব্যবসায়ী, শিক্ষক, পেশাজীবী ও বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাতক সোশ্যাল ফোরাম তার প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতে ছাতকের শিক্ষাক্ষেত্রে কার্যকর উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাবে সংগঠনটি। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার হলো শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখার অঙ্গীকার।

ফোরামের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছাতক বহুমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, এডভোকেট রেজাউল করিম,
এডভোকেট শফিকুল ইসলাম, ঝিঙ্গাবাড়ি ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আনোয়ার উল্লাহ, জাউয়া বাজার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ, শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূরবী রায় শান্তা, ব্যবসায়ী এনামুল হক রুবেল, নজমুল হোসেন, শাফী মোহাম্মদ বদরুদ্দোজা, আলী আমজদ, হাজি আমীর হোসেন, আবু তাহের, জালাল উদ্দিন, নাসির উদ্দিন, শিক্ষিকা বাসবি চৌধুরী লিলি, আমীন উদ্দিন, আরিফ আহমদ, এডভোকেট জায়েদ হাসান, লেখক ও সাংবাদিক ফায়যুর রাহমান, আবুল কাশেম সৌরভ, আব্দুল কাদির, সেলিম আহমদ, সুহাদ মিয়া, রফিক আহমদ, শামসুল হক, ইয়াহইয়া, এটিএম তারেক, আবু হেনা তারেক, বিকাশ শাহা, সাইফুর রহমান, সিয়াম, নুরুল হক, আচ্ছা মিয়া, টনি আচার্য, মুন্না মিয়া, জাকির হোসেন, শিব্বির আহমদ, রাসেল মাহমুদ, রিপন মিয়া তালুকদার প্রমুখ।




