সিলেটের প্রতি উন্নয়ন বৈষম্য দূর করতে মশাল মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৯:০৬:০১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের প্রতি ‘উন্নয়ন বৈষম্য ও বঞ্চনার’ প্রতিবাদে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর উদ্যোগে ‘সিলেট আন্দোলন’-এর মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরের দরগা গেট এলাকায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আগামীকাল রবিবার সকাল ১১টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত নগরের কোর্ট পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত ঘোষিত গণঅবস্থান কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’
এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নগরের কুমারপাড়াস্থ নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
আরিফুল হক চৌধুরী জানান, সিলেটের উন্নয়ন বৈষম্য ও সরকারি প্রকল্পে অবহেলার প্রতিবাদেই এই অরাজনৈতিক আন্দোলন গড়ে তোলা হয়েছে। সভা শেষে রবিবার সকাল ১১টায় সিলেট সিটি পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত গণ-অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হয়। সেটি বাস্তবায়নে নগরে মশাল মিছিলের আয়োজন করা হয়।




