সিলেট নগরীর নোয়াপাড়ায় নির্বাচনী মতবিনিময় সভা
সম্প্রীতির বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন- মাওলানা হাবিবুর রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৬:৪৩:৫৮ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আজকে আমরা যদি বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করতে পারবো। আর এই বাংলাদেশটা হবে সম্প্রীতির বাংলাদেশ। এখন এটা করতে হলে কোনো চোর, ডাকাত, সন্ত্রাসীদের দিয়ে এধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা আদো সম্ভব না। কোনো চোর দিয়ে বা চোরকে যে আশ্রয় দেয়, তাদের দিয়ে কোনোভাবেই রাষ্ট্র এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্য আপনার আমানত ভোটটি দাঁড়িপাল্লার যোগ্য ব্যক্তিকে দিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে সহযোগিতা করুন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৪ বছর ধরে প্রত্যেকটি সেক্টরে ইতিমধ্যে যোগ্য লোক তৈরি করে রেখেছে।
বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের আখালিয়া নোয়াপাড়া এলাকাবাসীর সাথে দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশ চালাতে হলে লাগবে সৎ এবং যোগ্য মানুষ এবং তাদের মনে থাকতে হবে আল্লাহর ভয়। তাহলে আর তারা চুরি করবে না, দুর্নীতি করবে না। এতে করে দেশে একটি পরিবর্তন আসবে আর দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো ধার্মিক মানুষ কখনো দেশের মানুষের হক মেরে খাবে না। মানুষের পাশে থাকবে, মানুষের কল্যাণে কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- নোয়াপাড়া এলাকার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আইয়ুব আলি, ইজ্জত উল্লাহ জামে মসজিদের সেক্রেটারি সাদেক মিয়া, বিশিষ্ট মুরব্বী আব্দুল হক, বন্ধন ক্লাবের সম্মানিত সভাপতি আব্দুর রউফ, বন্ধন ক্লাবের সম্মানিত সহকারী সেক্রেটারি আব্দুল মালিক, আখালিয়া নবাবী জামে মসজিদের সদস্য হাফিজ উদ্দিন,বিশিষ্ট মুরব্বী কাবুল মোল্লা, বায়তুল ফালাহ জামে মসজিদের সহকারী সেক্রেটারি জমসেদ আলি, জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা যীশু পাল, গাড়ী মালিক সমিতির নেতা রতিন্দ্র ঘোষ, ব্যবসায়ী আব্দুল হামিদ, শ্রমিক নেতা কয়েছ আহমদ ও বৈশাখী সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি আব্দুল কাদির প্রমুখ।
শুক্রবার নগরীর ৩৫নং ওয়ার্ডের সৈয়দপুর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লীদের সাথে সালাম বিনিময় করেন মাওলানা হাবিবুর রহমান।
এর আগে বৃহস্পতিবার রাতে তিনি জালালাবাদ থানার ৩৭নং ওয়ার্ডের দুসকি এলাকার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ওইদিন বিকেলে নগরীর মদিনা মার্কেট এলাকায় গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান।




