সিলেটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ২:৩৬:৫৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশসহ সিলেটে সিলেটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, লিফলেট বিতরণ ইত্যাদি। “কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথক কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইডিএফ-এর হিসাবে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগী মৃত্যুবরণ করেন এবং একই সময়ে দুই জন নতুন রোগী শনাক্ত হন। কিন্তু একটু সচেতন হলে এই রোগ থেকে মুক্ত থাকা যায় এবং রোগটি নিয়ন্ত্রণে রাখা যায়। সময়মতো খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে করলে ডায়াবেটিসের ৫০ শতাংশই প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির তথ্য মতে, কর্মস্থলে দীর্ঘ সময় বসে থাকা, অনিয়মিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং পর্যাপ্ত বিশ্রামের অভাব ডায়াবেটিসের ঝুঁকি বহু গুণ বাড়াচ্ছে। ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকের বেশি মানুষই জানেন না যে তারা এই রোগে আক্রান্ত। ডায়াবেটিস থেকে মুক্তি পেতে সবচেয়ে বেশি জরুরি সচেতনতা।
গোলাপগঞ্জ ঃ সিলেটের গোলাপগঞ্জে ‘কর্মস্থলে ডায়াবেটিস, সচেতনতা গড়ে তুলুন’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ও গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের ১০ বছর পূর্তি উপলক্ষে র্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ ডায়াবেটিস সমিতি অনুমোদিত গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে এস এস ফার্মেসীর সম্মুখ থেকে র্যালি বের হয়। র্যালিটি গোলাপগঞ্জ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ডায়াবেটিস প্রতিরোধে করণীয় সংক্রান্ত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে বেলা ১১টায় গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের পরিচালক ডা. শাহিন আহমেদ এর তত্ত্বাবধানে পৌর সদরের নূর ম্যানশনের সামনে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধসহ ডায়াবেটিসের চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়াও ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ডায়াবেটিস সেন্টারে ফ্রি পরীক্ষা করা হবে। র্যালি ও ক্যাম্পে উপস্থিত ছিলেন- এস এস ফার্মেসির স্বত্বাধিকারী মো: ছালিক আহমদ, আল আমিন ফার্মেসির স্বত্বাধিকারী মো: জাবেদ আহমদ, সমাজসেবক ইশতিয়াক আহমদ সুমন, সিল্ক ফার্মাসিউটিক্যালসের গোলাপগঞ্জ এরিয়া ম্যানেজার মিলাদ হোসেন টিটু প্রমুখ।
ছাতক ঃ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মনির হোসেন, মেডিকেল অফিসার বনভির রক্তিম তালুকদার, নার্সিং সুপারভাইজার স্মৃতি মন্ডল, স্বাস্থ্য পরিদর্শক চমক আলী, সিনিয়র স্টাফ নার্স রুপালি বেগম প্রমুখ। এছাড়াও ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মাসুদ আলম ও অফিসার সিসিএইচ মাহমুদুর রহমান প্রমুখ।




