দিরাইয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৯:৪২:৩১ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে রফিনগর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আবু হুরায়রা সেজানকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু হুরায়রা সেজান রফিনগর ইউনিয়নের সাদিপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে একটি মিছিল বের হয়। ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সেজানকে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে।
ছবি: গ্রেফতার আবু হুরায়রা সেজান (২১)




