খাদিমপাড়ায় প্রশাসনের অভিযান, ৩৫ একর সরকারি জমি উদ্ধার, আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ১১:২৯:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট শহরতলীর খাদিমপাড়ায় বেদখল হওয়া অন্তত ৩৫ একর সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসময় বেশকিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। গতাকল শনিবার সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অন্যদিকে, এ ঘটনায় সরকারি কাজে বাধাদানের অভিযোগে শাহজাহান ওমর ও মোসাদ্দেক হোসেন কোরেশী নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বলেন, খাদিমপাড়া এলাকায় সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণ এবং বিক্রির অপরাধে দুইজনকে আটক করা হয়েছে। এসময় আরও প্রায় ৩০ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। তাছাড়াও অভিযানের সময় কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়াও অস্ত্র উদ্ধারের বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।




