কক্সবাজারে কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের কনফারেন্স
আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চেষ্টা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৮:০৬:৩২ অপরাহ্ন
মোহাম্মদ সিরাজুল ইসলাম, কক্সবাজার থেকে : আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চেষ্টা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। গতকাল রোববার কক্সবাজারে ‘রোহিঙ্গা ইমার্জেন্স ফিউচার: কালেকটিভ ফরসাইট এন্ড এডাপটেশন’ শীর্ষক কনফারেন্সে লিখিত বক্তব্যে উপদেষ্টা এমন মন্তব্য করেন।
উপদেষ্টার পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। ব্র্যাক ও রোহিঙ্গা, রিফিউজি এন্ড রিপাটরিয়েশন কমিশনার (আরআর আরসি) এর সহযোগিতায় এই সেমিনার আয়োজন করে কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টার।
লিখিত বক্তব্যে উপদেষ্টা আরও বলেন, কেবল রোহিঙ্গারা নয়, বাংলাদেশের বাসিন্দারাও এনিয়ে গভীর সংকটে। ২০২৪-২৫ সালে এ সংকট আরো ঘনীভূত হয়েছে। ২০২৪ সালে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের বিষয়টি আলোকপাত করে তিনি বলেন, এর ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘে ৭ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রচেষ্টাই কেবল এ সংকট সমাধান করতে পারে। এনিয়ে আগামী ডিসেম্বরে কাতারের রাজধানী দোহায় বৈঠক অনুষ্ঠিত হবে। এ সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রোহিঙ্গা সংকটের সমাধানে রাজনৈতিক ঐক্যমতের ওপর জোর দেন। জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারের পাশাপাশি বিরোধী শক্তিরও এক্ষেত্রে প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত কক্সবাজার জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান ও জামায়াতের আমীর নূর মোহাম্মদ বলেন, রোহিঙ্গা নিয়ে তারা মারাত্বক আগ্নেয়গিরিতে আছেন। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতিশীল।
সিজিএ প্রেসিডেন্ট পারভিন এফ চৌধুরীর সভাপতিত্বে এতে রিফিউজি রিলিফ এণ্ড রিপাটরিয়েশন কমিশনার (আরআর আরসি) মো. মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের ডিরেক্টর জেনারেল মো. কামরুজ্জামান, মাইগ্রেশন এক্সপার্ট আসিফ মুনীর, প্রফেসর আমেনা মোহসিন প্রমুখ বক্তব্য রাখেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন এপির ব্যুরো চিফ জুলহাস আলম।
আরআরআরসি কনফারেন্স হলে সিজিএ সেক্রেটারি ওসমান গণি মনসুরের সঞ্চালনায় দুর্যোগ সচিব বলেন, রোববার নবান্ন উৎসবের হারভেস্টিং ডে। এজন্য সরকার রোহিঙ্গাদের একদিনের খাবার সরবরাহ বাবদ ৪শ’ মেট্রিক টন চাল প্রদান করবে।




