ছাতকে প্রতিপক্ষের দেয়া আগুনে মুক্তিযোদ্ধার বসতঘর পুড়ে ছাই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৮:৪৭:০২ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে প্রতিপক্ষের দেয়া আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রতিপক্ষের ইলিয়াস আলী, ফজল করিম, আব্দুল হাই ও রুস্তম আলীসহ ১৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৭জনকে আসামি করে ছাতক থানা ও সেনাবাহিনীর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছেন মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম। আগুনে ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ১২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী লুবিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মৃত সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন পূর্বে বিবাদিদের সাথে একটি মারামারিতে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পর মামলা মোকদ্দমার ভয়ে বাড়িতে কোন পুরুষের উপস্থিতি না থাকায় মৃত মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম ঘরের অন্য মহিলাদের নিয়ে অবস্থান করছিলেন। ঘটনার দিন রাতে বাড়িতে কিছু সংখ্যক পুরুষের কথাবার্তা শুনে তিনি ঘরে থাকা মহিলাদের নিয়ে দরজা খুলে দা, রামদাাসহ প্রতিপক্ষের ইলিয়াস আলীসহ অন্তত ২০/২৫ জন লোককে দেখতে পান। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে ও বাড়িতে অবস্থান করা মহিলাদের অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সাথে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে গোয়ালঘর সংযুক্ত বসত ঘরে আগুন ধরিয়ে দেয় তারা। এতে ঘরে থাকা মালামাল পুড়ে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, অগ্নিকান্ডের ঘটনার লিখিত অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।




