কৈলাশটিলা গ্যাসফিল্ডে বন্ধ থাকা কূপে ৬ বছর পর গ্যাসের সন্ধান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৭:৪১:৫০ অপরাহ্ন
সিলেটের কৈলাশটিলা গ্যাসফিল্ডের ১ নম্বর কূপ ৬ বছর বন্ধ থাকার পরে নতুন একটি স্তরে গ্যাসের সন্ধান মিলেছে। বৃহস্পতিবার সকাল থেকে চুড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে এ তথ্য জানা যায়।
সিলেট গ্যাস ফিল্ডের কৈলাশটিলা-১, রশিদপুর-৩ ও বিয়ানীবাজার-২ নং কূপ ওয়ার্কওভার প্রকল্পের উপমহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৯ সালের মার্চ মাস থেকে এই কূপটি বন্ধ ছিল। পরে এখন এখানে পুনরায় গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২/৩ দিনের মধ্যে এখান থেকে গ্যাস উত্তোলন করা হবে। এখান থেকে প্রতিদিন ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হবে। আগামী ১০ বছর এভাবে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা যায়, ১৯৬১ সালে এই কুপটি খনন করা হয়। আর আনুষ্ঠানিকভাবে ১৯৮৩ সাল থেকে গ্যাস উত্তোলন শুরু হয়। ২০১৯ সাল পর্যন্ত চারটি স্তর থেকে গ্যাস উত্তোলন করা হয়। ৬ বছর পর গত জুলাই মাসে এই কূপের পঞ্চম স্তরে গ্যাস মজুদের ধারণা করে ৭৩ কোটি টাকা ব্যয়ে ওয়ার্কওভার প্রকল্প হাতে নেয় সিলেট গ্যাসফিল্ড। অবশেষে সফলতাও আসে। এলএনজি আমদানী মূল্য হিসাবে প্রতিদিন সাশ্রয় হবে প্রায় এক কোটি টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। সেই হিসেবে মাত্র ৭৩ দিনেই পুরো প্রকল্প ব্যয়ের সমপরিমান টাকার গ্যাস পাওয়া যাবে।




