কোছাপ মেধাবৃত্তি-২০২৫ এর ফলাফল প্রকাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৮:৩০:৫২ অপরাহ্ন
ডাক ডেস্ক: কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের কোছাপ মেধাবৃত্তি-২০২৫ এর ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই ফলাফল প্রকাশিত হয়। এতে চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন ৬ জন ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১৩ জন শিক্ষার্থী এবং সপ্তম শ্রেণিতে ট্যালেন্টপুলে ২ জন ও ৭ জন সাধারণ বৃত্তি পেয়েছেন।
চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন-১৯৮৫০৩৭, ১৯৮৫০৩৮, ১৯৮৫১৬৪, ১৯৮৫০২৭, ১৯৮৫০২৩, ১৯৮৫০২৫ এবং সাধারণ বৃত্তি পেয়েছেন-১৯৮৫০২৪, ১৯৮৫১২৭, ১৯৮৫১৩৭, ১৯৮৫০০৬, ১৯৮৫০০৭, ১৯৮৫১০৩, ১৯৮৫০৩২, ১৯৮৫১৬৮, ১৯৮৫১০৮, ১৯৮৫০৩৪, ১৯৮৫০৫৩, ১৯৮৫০৭১, ১৯৮৫১৫০। সপ্তম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন-১৯৮৫০০১, ১৯৮৫০২২ এবং সাধারণ বৃত্তি পেয়েছেন- ১৯৮৫০০৮, ১৯৮৫০২৯, ১৯৮৫০১৫, ১৯৮৫০২১, ১৯৮৫০১৯, ১৯৮৫০৯২, ১৯৮৫০৭৯।
এর আগে গত ১লা নভেম্বর কোম্পানীগঞ্জের থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৪১ জন শিক্ষার্থী অংশ নেন।
খুব শিগগিরই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে বলে জানিয়েছেন-কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি মো. হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক মারজান উদ্দিন।




