জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে বারি কফি-১ ফসলের আধুনিক চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৬:৫৪:১৫ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে সিলেট অঞ্চলে বারি কফি-১ ফসলের আধুনিক চাষাবাদ বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। (২৬ নভেম্বর) বুধবার দিনব্যাপী সিলেট অঞ্চলে বারি কফি-১ ফসলের আধুনিক চাষাবাদ কলাকৌশল শীর্ষক এই কৃষক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত,কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প (বারি অংগ)’র অর্থায়নে দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিএআরআই পরিচালক ( প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মুহাম্মদ আতাউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিএআরআই’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মোঃ ইমরান খান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার।
সিলেট অঞ্চলে বারি কফি-১ ফসলের আধুনিক চাষাবাদের জন্য এখানকার পরিবেশ ও মাটি এবং আবহওয়া অনেক উপযুক্ত থাকায় বক্তারা স্থানীয় কৃৃষকদের বারি কফি-১ ফসল চাষাবাদ এগিয়ে আসার আহবান জানান।




