সিলেটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৭:০২:৩১ অপরাহ্ন
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সরকারি আলিইয়া মাদ্রাসা মাঠে সিলেট প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন হলে খামারির উন্নয়ন হবে। এতে জাতীয় অর্থনীতিতে খামারি তথা প্রাণিসম্পদের অবদান বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, আত্মকর্মসংস্থানের অন্যতম একটি খাত হচ্ছে প্রাণিসম্পদ। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের এ খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। উৎপাদন খরচ কমিয়ে প্রাণিজ উৎপাদন বাড়াতে পারলে খামারিরা লাভবান হবে এবং দেশে প্রাণিজ আমিষের চাহিদা মিটানো সম্ভব হবে। উৎপাদন বাড়াতে তিনি বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।
প্রাণি ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে সিলেটের স্থানীয় ব্র্যান্ডগুলোর বিকাশের জন্য বিশেষ পদক্ষেপের কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, সিলেটের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে প্রাণিসম্পদ দপ্তর সর্বোচ্চ চেষ্টা করবে। এ দপ্তর খামার ও খামারিবান্ধব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া তিনি সীমান্তে গবাদিপশু চোরাচালান বন্ধে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. আবু জাফর মো. ফেরদৌস। এছাড়া অন্যান্য অতিথির মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান মিয়া, সিলেট সদরের উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ আরজুমান বানু।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে উন্নত প্রজাতির দেশি-বিদেশি গবাদিপশুসহ প্রাণি ও দুগ্ধজাত বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের মতো সারাদেশে একযোগে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হচ্ছে। প্রাণিসম্পদ সপ্তাহের মূল উদ্দেশ্য প্রাণিসম্পদের উন্নয়ন ও নিরাপদ প্রাণিজ পুষ্টি নিশ্চিত করা।




