সংবাদ সম্মেলনে লীজ গ্রহীতার অভিযোগ
লিজকৃত ভূমি থেকে উচ্ছেদের পায়তারা করছে স্বার্থান্বেষী চক্র
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৬:২৫:১৬ অপরাহ্ন
গত দু’সপ্তাহ ধরে একটি পক্ষ মিথ্যাচারে নেমেছে বলে অভিযোগ করেছেন গোলাপগঞ্জের হিলালপুর গ্রামের মো. ফয়েজ আহমদ ফজলু উরফে ফয়জুল। তিনি অভিযোগ করে বলেন, নগরীর ধোপাদীঘির পার অনাবিল আবাসিক এলাকার ৯ নম্বর জমি জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিজ নিয়ে গত ২০ বছর ধরে ভোগ দখল করছেন। এতে আইনের কোন ব্যত্যয় ঘটাননি বলে দাবি করেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাকে উচ্ছেদ করতে পায়তারা করছে।
বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, জেলা প্রশাসনের লিজকৃত জায়গায় ‘ফয়েজ ইঞ্জিনিয়ারিং’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। মনি লাল বৈদ্য নামে এক ব্যক্তিকে তার ব্যবসার পেছনে লেলিয়ে দেয়া হয়েছে। এর পেছনে কাজ করছে একটি বিশেষ চক্র। আর এ চক্রের মুখোশ উন্মোচন হয়েছে গত ২৬ অক্টোবর। এদিন তার ওয়ার্কশপে হামলা চালিয়ে লুটপাটে ব্যর্থ হয় তারা। ওই চক্রটি দাবি করে তার জমির লিজ বাতিল হয়েছে। পরদিন তিনি আদালতের দ্বারস্থ হলে ২৮ অক্টোবর আদালত এই জমিতে স্থিতাবস্থা আদেশ দেন। কিন্তু হামলাকারীরা সেদিন রাতের আধারে সন্ত্রাসী নিয়ে তার ওয়ার্কশপে লুট করতে এসে ধাওয়া খেয়ে পালিয়ে যায়। তখন মালামাল এবং গাড়িসহ পুলিশ একজনকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তির কাছ থেকে পুলিশ জানতে পারে এই হামলাকারীরা হচ্ছে টিলাগড়ের আলতাফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান, শাহপরাণ এলাকার দেলোয়ার হোসেন, মনজুর আহসান মিশু, ধোপাদিঘীর পারের মলিন বৈদ্য, সুনিল বৈদ্য, মিন্টু বৈদ্য, বাবলা বৈদ্য, আফজলসহ আরও কয়েকজন। এর মধ্যে শিবগঞ্জ এলাকার আক্কাছ আলীকে পুলিশ লুটকৃত মালামালসহ তাৎক্ষণিক আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, স্বার্থান্বেষী চক্রটি কখনো বিএনপি, কখনো জামাতের নাম ভাঙিয়ে এই জমি দখলের চেষ্টা করছে। বৈদ্য পরিবারকে তারা তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।
তিনি বলেন, বৈদ্য পরিবারের জমি থাকলে তারা জেলা প্রশাসকের কাছে যেতে পারেন। আমি চাই সরকারি জমিতে সরকার সিদ্ধান্ত দেবে এখানে কে থাকবে থাকবে না। সন্ত্রাসী চক্র কর্তৃক জানমালের ওপর আক্রমন চালিয়ে জমি দখলের চেষ্টায় তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন। জানমালের ক্ষতি থেকে রক্ষা পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।



