১৯নং ওয়ার্ডের রায়নগরে মতবিনিময় সভা
আপনাদের ভোটে নির্বাচিত হলে সিলেটের শিক্ষাক্ষেত্রে যথাসাধ্য পরিবর্তনের চেষ্টা করবো- মাওলানা হাবিবুর রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৬:২৮:০৮ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, শিক্ষাক্ষেত্রে সিলেট অনেক পিছিয়ে রয়েছে। দেশের অন্যান্য জায়গায় যেখানে অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ রয়েছে, সেখানে সিলেটে তা নামেমাত্র। আমাদের সিলেটের ছেলেমেয়েরা নিজেদের এলাকায় ভালো পড়াশোনার সুযোগ পায় না। একারণে সিলেটের ছেলেমেয়েরা চাকরিক্ষেত্রে পিছিয়ে রয়েছে। আমাকে যদি আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সিলেটের শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তিনি বুধবার রাতে নগরীর ১৯নং ওয়ার্ডের রায়নগর দর্জিবন্দের নাগরিকবৃন্দের সাথে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট আলিয়া মাদ্রাসায় দীর্ঘদিনের দাবি ক্যাম্পাস ও হোস্টেলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক স্বল্পতা নিরসন সহ মাদ্রাসার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়াও সিলেটে একটি পূর্ণ বিশ্ববিদ্যালয় নির্মাণের চেষ্টাও করবো ইনশাআল্লাহ।
রায়নগর এলাকার বিশিষ্ট মুরব্বি মুহিবুর রহমান ওরফে মইন মাস্টারের সভাপতিত্বে ও ১৯ং ওয়ার্ডের সেক্রেটারি শাহীন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুস শাকুর, কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার ও সেক্রেটারি মুহিব আলী।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- থানা জামায়াত নেতা আব্দুস শহীদ জোয়ারদার, ১৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল কবির খালেদ, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুর রহিম আম্বিয়া, আব্দুল আজিজ তারেক, তাজুল ইসলাম ও মো. মানিক প্রমুখ।
এছাড়াও এদিন রাতে তিনি নগরীর নয়াসড়ক থেকে কাজিটুলা এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন।



