সালমান শাহ’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে সিলেটে মশাল বিক্ষোভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৬:২৯:০৫ অপরাহ্ন
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মশাল বিক্ষোভ করেছেন তার ভক্তরা। বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সালমান শাহ স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মাতা শাহরুখ বিপ্লবের ব্যবস্থাপনায় এবং সাধারণ সম্পাদক অভিনেতা শামস্ নির্ঝরের উপস্থাপনায় ও সাংগঠনিক সম্পাদক যুব সংগঠক এবং অভিনয়শিল্পী মো. কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নারী উদ্যোক্তা কেয়া আহমদ, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত মো. নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এম এইচ হাফিজ, সুমন আহমেদ, রোজি বেগম, সুলতানা বেগম, ফৌজিয়া আক্তার, নিলা ইসলাম, লাহিন আহমদ, শাহ আলম ইসলাম, ইফতেহাজ আরাফাত সিয়াম, ফাতেমা জান্নাত সুইটি, তাছরিন আক্তার, জাবেদ আহমেদ, সুপ্তা দাস,শাকেরা আক্তার শাম্মী, শাকেরা আক্তার শাম্মী, সাদিকুন নেছা ফৌজিয়া, কাওসার আহমদ প্রমুখ।
সালমান শাহ স্মৃতি সংসদ (কেন্দ্রীয় কমিটি) সিলেট এর সভাপতি শাহরুখ বিপ্লব বলেন, সালমান শাহর খুনকে দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে চালিয়ে আসছিলো তাই প্রকৃত সত্য আড়ালে থেকে গেছে দীর্ঘ ২৯ বছর। খুনিরা নিজেদের দোষ ধামাচাপা দিতে তদন্তে বাধা দিয়েছে বারবার।
বক্তারা বলেন, দীর্ঘ ২৯ বছর পরে আত্মহত্যার দায় থেকে মুক্ত হয়েছেন সালমান শাহ। তবে এখনো কিছু অনিশ্চয়তা রয়েই যাচ্ছে প্রকৃত বিচার। আসামীদের দেশত্যাগের ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। কিন্তু আসামিরা দেশে থাকলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। বিক্ষোভে আসামিদের দ্রুত গ্রেফতার করে সালমান শাহ হত্যার বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, মাত্র ২৭ বছরের জীবনে সালমান শাহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। সব কটিই ছিল বাণিজ্যিকভাবে সফল। নব্বইয়ের দশকে দেশের চলচ্চিত্রে রোমান্টিক হিরোর নতুন ধারা শুরু হয় তাঁর হাত ধরে। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’ ‘মায়ের অধিকার’, ‘সত্যের মৃত্যু নেই’সহ তাঁর প্রতিটি সিনেমাই বক্স অফিসে হিট সুপার হিট হয়। যা একজন নায়কের জন্য বিরল।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর আদালত সালমান শাহর মামলাটি হত্যা মামলা হিসেবে ঘোষণা দিয়ে সঠিক তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেন।



