দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডে মতবিনিময় সভা
জামায়াত ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৮:১১:০৭ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশী। এখানে হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ও মুসলিম মিলেই আমরা বাংলাদেশী। কিন্তু, কিছু কুচক্রীমহল এই জাতিসত্তায় বিভিন্ন সময়ে ভেদাভেদ তৈরি করতে চায়। আমরা তাদের এই ভেদাভেদে কখনো পা দিবো না। জামায়াত সকল ধর্ম-বর্ণের মানুষ নিয়েই এই স্বাধীন দেশের উন্নয়ন করতে চায়। জামায়াত ক্ষমতায় গেলে উন্নয়নের বেলায় কখনো ধর্ম-বর্ণ বিবেচনা করবেনা। জামায়াত ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীরা কোনোধরণের নিরাপত্তা ঝুঁকিতে থাকবে না। তারা শান্তিতে তাদের ধর্ম পালন করবে। অধিকারের জন্য তাদেরকে আন্দোলন করতে হবেনা।
তিনি রোববার রাতে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ২৭নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যখন কিছু দুষ্কৃতিকারী লুটপাটে জড়িত ছিল, তখন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ছেলেরা মন্দির পাহারায় ছিল। তারা সারাদিন, সারারাত জেগে থেকে মন্দির পাহারা দিয়েছিল। এভাবে সবসময় আপনাদের বিপদে-আপদে জামায়াত-শিবির পাশে থাকবে। আগামী নির্বাচনে যদি আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশের শাসনভার জামায়াতের হাতে তুলে দেন, তাহলে জামায়াত আপনাদেরকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিবে ইনশাআল্লাহ।
সমাজসেবী অজিত বাবু দত্তের সভাপতিত্বে ও ২৭নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারী সাকিব ইসলাম জাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুুরুল ইসলাম বাবুল ও দক্ষিণ সুরমা থানা আমীর মুজিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- শ্রী শ্রী কালীমন্দিরের সভাপতি বিক্রম লাল, তুষার কান্তি দে, ঝন্টু কুমার দে, অ্যাডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, প্রদীপ দে মনা, প্রদিপ কর, হীরা পৈত্য, দিলিপ বাবু, বাবুল আচার্য্য, কিষনপুর এলাকার তপন কুমার ঘোষ, মনিপুর পূজা উদযাপন কমিটির সেক্রেটারী অংশু দেব ও বীর বীক্রম দুলু প্রমূখ।




