সিলেটের ৮০ শিক্ষার্থীর মাঝে এমসি কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৫:১১:০২ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট এমসি এন্ড গভর্নমেন্ট কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’র উদ্যোগে আয়োজিত “স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬” উপলক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান শিক্ষাব্যবস্থার উন্নয়নে অ্যালামনাইদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন “বর্তমান সময়ে উচ্চশিক্ষার পথ শুধুমাত্র মেধার ওপর নির্ভর করে না; আর্থিক সচ্ছলতা, সামাজিক সহায়তা এবং মানসিক অনুপ্রেরণা শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে সমানভাবে জরুরি। অ্যালামনাইদের এই বৃত্তি প্রোগ্রাম সেই ঘাটতি পূরণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান, সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরিদ আহমেদ, মুরারিচাঁদ (এমসি) কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর মো. তৌফিক এজদানী চৌধুরী, বাংলা বিভাগের অধ্যাপক প্রফেসর পান্না বসু, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা জামান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুল হক, গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর তপতী চৌধুরী, বৃত্তি কমিটির সদস্য মো: সারোয়ার হোসেন, স্কলারশিপ সাব-কমিটির মেম্বার কবির চৌধুরী সহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, অ্যালামনাই সদস্য । সভায় বৃত্তি প্রদান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিলেট এমসি এন্ড গভর্নমেন্ট কলেজ স্কলারশিপ প্রোগ্রাম ইউএসএ এর চেয়ারম্যান বেলাল উদ্দিন। এ বছর মোট ৮০ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আনন্দ ছড়িয়ে দেয়। -বিজ্ঞপ্তি।



