সুনামগঞ্জে ট্রলির ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৪:৪১ অপরাহ্ন
ডাক ডেস্ক : সুনামগঞ্জের মাইজবাড়ি পূর্বপাড়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে কাটা মাটি পরিবহনে ব্যবহৃত ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম স্বাধীন নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রবিউল ইসলাম স্বাধীন (১৪) পূর্ব মাইজবাড়ি এলাকার আলী হোসেনের ছেলে। সে মাইজবাড়ি আলহেরা জামেয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীন বিকেলে মাঠ থেকে খেলাধুলা করে বাড়িতে ফিরছিল- এমন সময় দ্রুতগতির একটি অবৈধ ট্রলি তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে পুরো এলাকা।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘাতক ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




