বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের হাসপাতালে মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩:৩৮ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথের পল্লীতে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত নুরুল ইসলাম নাহিদ (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১ ডিসেম্বর দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত নুরুল ইসলাম নাহিদ রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের উত্তরপাড়া গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের জ্যেষ্ঠ পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এক সন্তানের জনক নুরুল ইসলাম নাহিদ নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। গ্রামের ভেতরের রাস্তায় তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। প্রতিবেশীরা তখন তাঁকে উদ্ধার করে সিলেটের আল-হারামাইন হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় নাহিদের মাথা, মুখ ও চোখে মারাত্মক আঘাত লাগে।
ছেলে হারানোর শোকে ভেঙে পড়া পিতা মাওলানা জয়নাল আবেদীন জানান, অন্তত ২৫ বছর পূর্বে তার বড় ছেলেও মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। এখন চলে গেলেন আরেক ছেলে।



