জল্পনা-কল্পনার অবসান শেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র আরিফ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৫:১৩:১৬ অপরাহ্ন
সকল জল্পনা-কল্পনা শেষে সিলেট-৪ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীকে নিজেদের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সিলেট-৪ আসন সহ ৩৬ টি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রথম দফায় বিএনপি মনোনীত প্রার্থীদের নাম যখন ঘোষণা দেওয়া হয়েছিল তখন সিলেট-৪ ও সিলেট-৫ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এরপরই আরিফুল হক চৌধুরী ছুটে যান রাজধানী ঢাকায়। একের পর এক বৈঠক করেন দলটির নীতিনির্ধারক পর্যায়ে। তারপর সিলেট ফিরে আসেন এবং সিলেট-৪ আসনে নিজেকে দলীয় প্রার্থী ঘোষণা দিয়ে ব্যাপক প্রচারণা শুরু করেন তিনি।
এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। বিশেষ করে দীর্ঘদিন থেকে এ আসনে মনোনয়ন প্রত্যাশী গোয়াইনঘাট উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদসহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের কর্মী ও সমর্থকরা তার বিরোধীতা করে নিজেদের প্রার্থীর পক্ষে প্রচারণা অব্যাহত রাখেন।
আরিফুল হক চৌধুরীও এসব সমালোচনায় পাত্তা না দিয়ে নিজের কাজ নিজে করে যাচ্ছিলেন। গোয়াইনঘাট, কোম্পনাীগঞ্জ ও জৈন্তাপুরের আনাচে কানাচে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার বিকালে দলীয় মহাসচিব দেশের অন্যান্য কয়েকটি আসনের সঙ্গে সিলেট-৪ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।
সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামী ইতিমধ্যে জয়নাল আবেদীনকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
এছাড়া সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল হক ও হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার নাম ঘোষণা করেছে বিএনপি।




