শাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র সংগ্রহ ১৪৫, নারী ১৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৭:১০:৪১ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সংসদে সর্বমোট মনোনয়ন সংগ্রহ করেছেন ১৪৫ জন। তার মধ্যে নারী প্রার্থী ১৫ জন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শেষদিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন শাকসুর মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম। তিনি বলেন, মনোনয়নপত্র বিতরণের চূড়ান্ত সময় পর্যন্ত শাকসু ও হল সংসদে ২৫১ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।কেন্দ্রীয় সংসদে ১৪৫ জন এবং হল সংসদের জন্য ১০৬ জন। কেন্দ্রীয় সংসদে ১৫ নারী প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
হল সংসদের মধ্যে- শাহপরান হলে ২৫ জন, বিজয়-২৪ হলে ২১জন ও সৈয়দ মুজতবা আলী হলে ২৬ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। মেয়েদের হলের মধ্যে- আয়েশা সিদ্দিকা এবং সৈয়দা সিরাজুন্নেসা চৌধুরী হলে ১২ জন করে ও ফাতেমাতুজ জাহরা হলে ১০ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।
উল্লেখ্য, শাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় দুইদিন বর্ধিত করে শনিবার পর্যন্ত করা হয়েছে।




