খালেদা জিয়ার সফরসঙ্গী হলেন সিলেটের ড. এনামুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৮:৩০:২১ অপরাহ্ন
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে। কাতারের আমীরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।
এবারও বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে সফর সঙ্গী হচ্ছেন সিলেটের কৃতি সন্তান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। তাছাড়া মেডিকেল টিমসহ বেগম জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন আরও ১৬ জন। এর আগেও বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য সফরের সময় সফরসঙ্গী ছিলেন বিএনপির আন্তর্জাতিক অ্যাফেয়ার্স টীমের অন্যতম সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি বিবৃতিতে জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার সাথে ১৭ সফরসঙ্গীর মধ্যে থাকবেন- সৈয়দা শামিলা রহমান (প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী), দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা সিকদার। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন একমাত্র ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
এছাড়া মেডিকেল টিমের মধ্যে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমদ, ডা. রিচার্ড জন ভেলি, ডা. জিয়াউল হক, ডা. মোঃ জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।
স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ থেকে সহযাত্রী হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক এবং ব্যক্তিগত সচিব মো. মাসুদের রহমান সফরসঙ্গী হিসেবে থাকবেন।
ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ বলেছেন, মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোন কিছু চিন্তা করছি না। তাদের সিদ্ধান্তেই বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। অনেক অনেক দোয়ায় তিনি ঘুরে দাঁড়াবেন ইনশাআল্লাহ।
এদিকে ঢাকাস্থ কাতার দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর আসাদুর রহমান জানান, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে তাঁর জন্য এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।



