হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নং কূপ, জাতীয় গ্রিডে যুক্ত হলো আরো ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ১:২২:৩৬ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে সফল ওয়ার্কওভার কার্যক্রম শেষে জাতীয় গ্রিডে থেকে যুক্ত হয়েছে প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস।
সংশ্লিষ্টরা জানান, সংস্কার কাজ শেষ হওয়ার পর গত বুধবার দুপুর থেকে কূপটি পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু করে। নতুন করে যুক্ত হওয়া গ্যাস দেশের সামগ্রিক জ্বালানি সরবরাহে বড় স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।
বিজিএফসিএল সূত্রে জানা যায়, ওয়ার্কওভারের আগে কূপটি থেকে দৈনিক গ্যাস উৎপাদন ছিল প্রায় ১৪ মিলিয়ন ঘনফুট। তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে চাপ কমে যাওয়া ও বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে উৎপাদন কমে আসে। পরে কূপটিকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে পেট্রোবাংলার তত্ত্বাবধানে ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার’ প্রকল্পের আওতায় উন্নয়ন কাজ শুরু করা হয়। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে চলা সংস্কার শেষে কূপটি নতুন রূপে উৎপাদনে ফিরে আসে।
সংস্কার কাজের ফলে কূপটির উৎপাদন ক্ষমতা দৈনিক অতিরিক্ত ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কূপটি থেকে মোট ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। উৎপাদন বৃদ্ধির এই সাফল্যকে দেশের গ্যাস খাতের জন্য বড় ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় নতুন করে উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজানুর রহমান। তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রতিটি কূপকেই সর্বোচ্চ দক্ষতায় কাজে লাগাতে হবে। হবিগঞ্জের এই কূপটি সফলভাবে ওয়ার্কওভার সম্পন্ন হওয়ায় জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ নতুন গ্যাস যুক্ত হয়েছে, যা দেশীয় গ্যাস উৎপাদনের ধারাবাহিকতাকে আরও এগিয়ে নেবে।
বিজিএফসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে যোগ হওয়া এই গ্যাস শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালি ব্যবহারে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমে আসবে এবং সার্বিকভাবে অর্থনীতিতেও সুফল ফেলবে।



