খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেট প্রেসক্লাবে দোয়া মাহফিল বাদ মাগরিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ২:৩৮:৪২ অপরাহ্ন
ডাক ডেস্ক: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেট প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল আজ শুক্রবার বাদ মাগরিব ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে।
ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এতে সকলের উপস্থিতি কামনা করেছেন।
প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার তাঁর আশু রোগমুক্তি কামনা করে আজ শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।




