কানাইঘাটে চোরাচালানের টাকা নিয়ে হত্যাকান্ডের ঘটনায় সুমন গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯:১৯ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজেস্ব সংবাদদাতা : কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের রাতাছড়া গ্রামে গত ৩০ নভেম্বর চোরাচালানের ব্যবসার ২লক্ষ টাকার বিরোধ নিয়ে নির্মম হত্যাকান্ডের স্বীকার সাইফুল ইসলামের খুনি ও হত্যা মামলার ২নং আসামী সুমন আহমদকে (২৫) গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
সুমন স্থানীয় বাঙ্গালীপাড়া গ্রামের ইয়াকুব আলীর পুত্র। শুক্ররার (৫ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের বিত্তিতে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই শাহা-আলম ও এসআই নুর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার জেলার কুলাউরা থানা এলাকা থেকে কুলাউরা পুলিশের সহায়তায় সুমন আহমকে গ্রেফতার করেন।
এরপূর্বে মামলার প্রধান আসামী শাকিলের পিতা রাতাছড়া গ্রামের আব্দুল হান্নান হানইকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহা-আলম জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল বলে সুমন আহমদ শিকার করেছে।
মামলার এজহার থেকে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে চোরাচালানের টাকার ভাগবাটোয়ারা নিয়ে প্রথমে সাইফুল ইসলামকে শাকিল ও সুমন তারা দুজন মিলে শাকিলের বাড়ি টিলার উপরে নিয়ে যায়। সেখানে সাইফুল ইসলামকে হাত-পা বেঁধে উপযুপরি ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ টিলা উপর থেকে নিচে ফেলে দেয়।
এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা কানাইঘাটের দনা রাতাছড়া গ্রামের মোঃ ছলু মিয়া বাদী হয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/১জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং ০১ তাং ০২/১২/২৫ইং।
মামলার প্রধান আসামী শাকিল সহ অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানিয়েছেন।



