এমপি নির্বাচিত হলে কোনোদিন কোনো সরকারি সুযোগ- সুবিধা গ্রহণ করব না- শিশির মনির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ৯:১২:০০ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ- বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, দিরাই শাল্লার প্রধান সমস্যা যোগাযোগ ব্যবস্থা। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়ন-ইউনিয়ন, গ্রাম-গ্রাম সংযোগ সৃষ্টির জন্য হাওরের পরিবেশ, মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা করে উড়ালসেতু নির্মাণ করা হবে।আমি যদি প্রতিশ্রুতি রাখতে না পারি, জনগণ আমাকে রাস্তায় বা বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে জবাবদিহিতায় বাধ্য করবেন।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের আয়োজনে যুব-গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমাদের প্রতিটি সভায় অন্যান্য দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে—একইভাবে আমরাও চাই তাদের সভায় বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ার।সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হিসেবে তিনি বলেন,আমি যদি এমপি নির্বাচিত হই—কোনোদিন কোনো সরকারি সুযোগ- সুবিধা গ্রহণ করব না। এসময় প্রধান বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম—যেখানে ভালো কাজ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতা হবে।তিনি বলেন, গত ৫৪ বছরে অনেক নেতা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু ক্ষমতায় গিয়ে জনগণের মুক্তির কথা ভুলে গেছেন। সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী শিশির মনিরকে তিনি জুলাই আন্দোলনের পরামর্শক ও ,নীতি নির্ধারকদের একজন এবং মাঠপর্যায়ের অন্যতম নেতা হিসেবে উল্লেখ করেন।তার বক্তব্যে তিনি বলেন, শিশির মনির শুধু দিরাই-শাল্লার নেতা নন, তিনি সারা বাংলাদেশের নেতা।
নির্বাচিত হওয়ার আগেই এলাকায় ব্রিজ, সড়ক ও ক্রীড়া কার্যক্রমসহ নানা উন্নয়ন উদ্যোগ গ্রহণ করে শিশির মনির নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। তিনি দাবি করেন, শিশির মনির তার প্রচেষ্টা ও কাজের মাধ্যমে দেশের ৬৪ জেলায় দিরাই–শাল্লাকে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়ে সমাবেশ আয়োজন করায় তিনি শিশির মনিরকে “ব্যতিক্রমী দৃষ্টান্ত” স্থাপনকারী হিসেবে উল্লেখ করেন।
তিনি তরুণ, যুবক এবং প্রবীণদের আগামীর নেতৃত্ব গঠনে শিশির মনিরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বাউল শাহ আব্দুল করিমের “আগে কী সুন্দর দিন কাটাইতাম” গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন।
উপজেলা জামায়াতের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলাম ও জামায়াত নেতা ইমরান হোসাইনের যৌথ পরিচালনায়, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, শাহিনুর রহমান, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা নুরুদ্দিন, শাবিপ্রবি শিবিরের সভাপতি তারেক মনোয়ারসহ আরও অনেকে।



