লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন ৩ জানুয়ারি, আয়োজক কমিটির সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ১:৩৫:১২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন আগামী বছরেরর (২০২৬) ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তন আয়োজন করার জন্য ইতোমধ্যে মহামান্য চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের সভাপতি সম্মতি জানিয়েছেন এবং তারিখ প্রদান করেছেন।
লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন আয়োজনের জন্য গঠিত কমিটির আহবায়ক এবং সদস্য সচিবদের সভা ৩০ নভেম্বর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ৪র্থ সমাবর্তন আয়োজনের জন্য গঠিত প্রতিটি কমিটির প্রস্তুতির অগ্রগতির বিষয়ে খুঁজ খবর নেন এবং দ্রুত প্রস্তুতি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ এবং বিভিন্ন সাব কমিটির আহবায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।


