সভাপতি মোরশেদ, সম্পাদক মিজান
বাপুস নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৯:৩৮:২৭ অপরাহ্ন
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক (২০২৫-২০২৮) নির্বাচনে সিলেট পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদ ছাড়া প্রায় সবগুলো পদেই বিজয়ী হয়েছে ঐক্য পরিষদের প্রার্থীরা। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিতরা হচ্ছেন- সভাপতি হলেন মো. মোরশেদ আলম, সিনিয়র সহসভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. ফখরুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন, সহ সভাপতি ময়নুল ইসলাম চৌধুরী, মো. নেছাওর মিয়া, নুর উদ্দিন পুতুল, মো. মামুনুর রশিদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শামীম, মো. মামুনুর রহমান মামুন, মো. আমিনুল ইসলাম, মিজান আহমদ, সদস্য মো. হেলাল আহমদ, মো. মাহবুবুর রহমান, জুবায়েল শিকদার, নাজমুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ শিহাব উদ্দিন, মো. ফয়ছল হোসেন, মো. কামাল আহমদ, এম কে জামান নাসরি, মো. ইকবালুর রহমান খান, ফয়জুল হক, মো. আব্দুর রহমান।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও বাপুস কেন্দ্রীয় পরিচালক মোঃ এম এ মুসা খান। সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট শাহিনুল ইসলাম ও এডভোকেট ইউসুফ খান। পাশাপাশি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় পরিচালক নেছার উদ্দিন আয়ুব এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট সৈয়দ কাওছার আহমদ ও মোঃ স্বপন আহম্মদ।



