সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৯:০৩ অপরাহ্ন
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির উদ্যোগে ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ শনিবার বিকেল ২ টায় অনুষ্ঠিত হবে। নগরীর সুবিদ বাজারস্থ সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নর্থ ইষ্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এমসি কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ডিন অধ্যাপক তোতিউর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।
কৃতি শিক্ষার্থীসহ সকলকে বৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সভাপতি মো. রফিকুল হক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন।




