সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় মহাসমাবেশ আজ, সর্বত্র ব্যাপক উদ্দীপনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫০:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দফা দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। আজ বেলা ১২টা থেকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শুরু হয়ে আসরের নামাজের আগেই সমাপ্ত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামী ও সমমনা ৮ দলের সিলেট বিভাগীয় মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মী ও ছাত্র-জনতার মধ্যে উৎসাহ- উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ব্যাপক প্রচারণা ও নানা কর্মসূচিতে পাড়া-মহল্লা থেকে শহর-মহানগর পর্যন্ত প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে বিভাগীয় সমাবেশ।
ইতোমধ্যে সমাবেশ সফলে ৮ দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
শুক্রবার বাদ জুমআ সমাবেশের সর্বশেষ প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শন করে ৮ দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, সিলেট বিভাগীয় সমাবেশ সফলে সিলেটবাসী প্রস্তুত রয়েছে। জনগুরুত্বপূর্ণ ৫ দফা দাবি পূরণে ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।
সমাবেশে ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখবেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলাপমেন্ট পার্টি-বিডিপির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চাঁন।
পূর্বের সবগুলো বিভাগীয় সমাবেশে রেকর্ড সংখ্যক লোক সমাগমে সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আয়োজকরা ধারণা করছেন। সমাবেশ সফল করতে ইতিমধ্যে গ্রাম, ইউনিয়ন, উপজেলা থেকে শুরু করে প্রতিটি শহরের পাড়া-মহল্লায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন ৮ দলের নেতাকর্মীরা। সিলেট বিভাগের নানা স্থানে প্রচার মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণ সহ পৃথক কর্মসূচিতে ছাত্র-জনতাকে সমাবেশ সফলের আহবান জানানো হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও সমাবেশ ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমআ সিলেট জেলা ও মহানগর ইসলামী ও সমমনা ৮ দল নেতৃবৃন্দের আলিয়া মাঠের মঞ্চ ও সমাবেশস্থল পরিদর্শন করেন
মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, খেলাফত আন্দোলনের সিলেট জেলা ও মহানগর সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ প্রমুখ।
এদিকে জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সিলেটে সমমনা ইসলামী ৮ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌরশহরের স্লুইস গেইট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে হাজেরা মার্কেটে এসে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলার সভাপতি দেলোয়ার হোসেন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, সহ-সভাপতি মাস্টার মো, আবু তাইদ, উপজেলা পেশাজীবী শাখার সভাপতি কবির উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলী আহমদ প্রমুখ।
এসময় কলকলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি এনামুল হক, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ, মিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জান্নাতুল ফেরদৌস, আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ নেকবর আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ আব্দুল আলী, পাটলী ইউনিয়ন জামায়াতের সভাপতি তৈয়বুর রাহমান, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, উপজেলা পেশাজীবী শাখার সেক্রেটারি জুলফিকার আহমদ মণি, উপজেলা যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম, আতিকুর রহমান, জামাল উদ্দিন বেলাল, জালাল আহমদ, মুক্তাদির হোসেন টিটু, আহমদ হোসেন আকমল, আলীম উদ্দিন, আব্দুল কাদির লাক্সন, মির্জা মুস্তাকিম আহমদ, মাওলানা ছামিরুজ্জামান, মাওলানা হোসাইন আহমদ, আব্দুল কাইয়ুম, আরজু মিয়া, আবুল কাসেম, ইসলামি ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা সভাপতি আবু তাহের, শিবির নেতা জসিম উদ্দিন সরকার সহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।



