সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৬:৩০:৫১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন মালিকানায় এবারের আসরে অংশ নিচ্ছে সিলেটের ফ্র্যাঞ্চাইজি ‘সিলেট টাইটান্স’। দল গোঠানোর ক্ষেত্রেই চমক দেখানো এই ফ্র্যাঞ্চাইজি এবার উপদেষ্টা নিয়োগের ঘোষণা দিয়েছে।
সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ফাহিম আল চৌধুরী। বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটির কর্তৃপক্ষ।
পোস্টে তারা লিখেছে, ‘একজন দূরদর্শী নেতা, কৌশলী ব্যক্তিত্ব ও জনমানুষের হৃদয়। সিলেট টাইটান্স পরিবারের অংশ হয়েছেন নেতৃত্বের অনন্য এক ব্যক্তিত্ব। মি. ফাহিম আল চৌধুরীকে উপদেষ্টা হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত।’
ফ্র্যাঞ্চাইজিটি আরও জানায়, তাঁর নেতৃত্ব, যাত্রা ও অগ্রগতি সিলেট টাইটান্সকে আরও শক্তিশালী ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তাঁর উপস্থিতিতে দল নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করা হয়।
ফাহিম আল চৌধুরী দেশের একজন পরিচিত মুখ। ‘ফাহিম আল চৌধুরী ট্রাস্ট’-এর মাধ্যমে সিলেটের শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। পাশাপাশি তিনি ফিহা ক্যাপিটাল মাইক্রো ফাইন্যান্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
এবারের বিপিএলে সিলেট টাইটান্সের দলে আছেন দেশি–বিদেশি একঝাঁক তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, সাইম আয়ুব, আজমতউল্লাহ ওমরজাইসহ আরও অনেকে। আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের নতুন আসর।



