বনভোজনের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয় : দানবীর ড. রাগীব আলী
লিডিং ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ২০২৫ সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৭:৪৬:৩৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের প্রথম বেসরকারি লিডিং ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ২০২৫ মৌলভীবাজার জেলার রাজনগর চা বাগানে জাঁকজমক এবং আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
বনভোজনে উপস্থিতদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগীতামুলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাদু প্রদর্শন, র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের বার্ষিক বনভোজনে লিডিং ইউনিভার্সিটি পরিবারের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য অংশগ্রহণ করেন।
অন্যান্য অতিথিদের মধ্যে রাজনগর চা বাগানের ম্যানেজার মো শিহাব উদ্দিন, ধলই চা বাগানের ম্যানেজার আজগর আলী এবং মালনীছড়া চা বাগানের সহকারি জেনারেল ম্যানজার আজম আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, আমরা একই পরিবারের এবং রাজনগর চা বাগানের সুন্দর পরিবেশে একটি উপভোগ্য বনভোজনের মধ্য দিয়ে লিডিং ইউনিভার্সিটি পরিবারের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি এ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতেও এধরনের অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
সবাইকে এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো বড় করে এ ধরনের আয়োজন করার আশা প্রকাশ করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। তিনি এই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সবার সাথে বনভোজনে আসার জন্য লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই সুন্দর পরিবেশে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের আয়োজনে সন্তুষ্ট প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বনভোজন ২০২৫ আয়োজক কমিটির কনভেনার মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাদের পরিবারের সদস্যসহ অংশগ্রহণ করেন।
বনভোজন অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব উপস্থাপনায় ছিলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল-মামুন।



