শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ নামল ১১ ডিগ্রিতে : জনজীবন বিপর্যস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৮:৫৬:২৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : চায়ের জনপদ হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে ডিসেম্বরের শুরুতেই জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘন কুয়াশা ও হিমেল হাওয়া এখন জনজীবনকে স্থবির করে দিয়েছে।
টানা কয়েকদিন ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করার পর শনিবার ভোরে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। একই তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড় ও তেতুলিয়ায়।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় রেকর্ড হওয়া এই তাপমাত্রা চলতি মৌসুমে উপজেলার সর্বনিম্ন।
শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই কুয়াশায় ঢেকে আছে চারপাশ। প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষের চলাচল কমে গেছে। জনজীবনে শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নিম্নআয়ের শ্রমজীবী মানুষদের ওপর। দিনের শুরুতে সূর্যের দেখা মিললেও রোদে তাপ তেমন নেই।
আশিদ্রোন ইউনিয়নের দিনমজুর হাসমত মিয়া বলেন, “এমন কুয়াশা ও ঠান্ডায় বাড়িতে থাকতে হয়, বের হওয়া যায় না। কিন্তু কাজ না করলে চলবে কীভাবে?” শহরের মুসলিমবাগ এলাকার রিকশাচালক আতাউর রহমান বলেন, “তীব্র ঠান্ডার মধ্যেও রিকশা নিয়ে বের হয়েছি, কিন্তু সকাল ৯টা পর্যন্ত কোনো যাত্রী পাইনি।”
আবহাওয়া কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, “গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকলেও আজ তা কমে ১১ ডিগ্রিতে নেমেছে। ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা এত নিচে নামা ইঙ্গিত দিচ্ছে যে সামনে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।”



