নূরুল কবীরকে হেনস্তা ও মিডিয়া আউটলেটে হামলার নিন্দায় সিলেট প্রেসক্লাব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ১:০৯:০৪ অপরাহ্ন
সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা এবং প্রথম আলো ও ডেইলি স্টারসহ মিডিয়া আউটলেট ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বার্তায় তারা বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা এবং গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। একই সঙ্গে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।-বিজ্ঞপ্তি।



