দিরাইয়ে ৬ জনের মনোনয়ন দাখিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৬:৩৮:০৭ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -২ (দিরাই -শাল্লা) আসনে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সনজীব সরকারের কাছে সংসদীয় আসন-২২৫ এর মোট ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট শিশির মনির, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জমিয়তে উলামায়ে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকনও স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব।
এর আগে গত মঙ্গলবার এই আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।




