সুনামগঞ্জ–৩ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সৈয়দ তালহা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৬:৪৭:০২ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ সৈয়দ তালহা আলম।
আজ সোমবার প্রথমে জগন্নাথপুর উপজেলা এবং পরবর্তীতে শান্তিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল সম্পন্ন করা হয়।
মনোনয়ন দাখিলের সময় সৈয়দ তালহা আলমের সঙ্গে উপস্থিত ছিলেন পাথারিয়ার বিশিষ্ট ব্যক্তি নান্নু মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেকউদ্দিন, জয়কলস ইউনিয়নের হাফিজ আতিকুর রহমান, ২৪-এর জুলাই যোদ্ধা মহুয়া আক্তার কলি এবং তরুণ ব্যবসায়ী সারোয়ার আহমেদ।
মনোনয়ন জমা দেওয়ার পর সৈয়দ তালহা আলম বলেন, আমরা জুলাই স্পিরিটে বিশ্বাস করি। বাংলাদেশের স্বপক্ষের শক্তি হিসেবে আগামী দিনে সুনামগঞ্জ–৩ আসনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই—যেখানে ন্যায়, সুযোগ ও মর্যাদা নিশ্চিত হবে।




