সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন কানাডার নতুন কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৫:১১ অপরাহ্ন
ডাক ডেস্কঃ সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন টরন্টো, কানাডার ৬৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় টরন্টোর ড্যানফোর্থ এলাকায় অবস্থিত বাংলাদেশ সেন্টার ও কমিউনিটি সার্ভিসেস এর হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায়
শামীম মিয়াকে সভাপতি,নিতু দত্তকে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান জিতুকে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মাসুক মিয়া এই নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্যরা হলেন নির্বাহী সহ-সভাপতি কপিল উদ্দিন বাবলু, সহ-সভাপতি এনামুল হক টিপু, সুকুমল রায়, কামিল হোসেন, চমন আফরুজ চৌধুরী, মুস্তাক চৌধুরী, মিল্লাত আহমেদ, আবুল হাসনাত, সুবেদুর রহমান মুন্না ও আব্দুর রশিদ। যুগ্ম বসম্পাদক সোহেল মিয়া, আমজাদ আলী, আমান উদ্দিন, নজরুল ইসলাম ও রুম্মান আহমেদ। সাংগঠনিক সম্পাদক তুহিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান রনিসহ বিভিন্ন বিভাগীয় সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্যদের নাম ঘোষণা করা হয়।
বিদায়ী সভাপতি প্রফেসর আতাউর রহমান বলেন,সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন কানাডা প্রবাসে সুনামগঞ্জবাসীর ঐক্য ও সামাজিক বন্ধনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। নতুন কমিটি সংগঠনকে আরও এগিয়ে নেবে এমনটাই আমার বিশ্বাস।




