ছাতক সিমেন্ট কারখানার উৎপাদন দ্রুত শুরু হবে : শিল্প উপদেষ্টা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৪২:৫৩ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ছাতক সিমেন্ট কারখানার বিদ্যমান উৎপাদনপদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে।
উপদেষ্টা আদিলুর রহমান খান গতকাল শুক্রবার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে এ কথা বলেন। সকাল সাড়ে ১১টায় তিনি সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শন করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিল্প উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থান যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন শিল্পকারখানা স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে আমাদের প্রত্যাশা’।
পরিদর্শনকালে শিল্প উপদেষ্টার সাথে এ সময় উপস্থিত ছিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান ও বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও কারখানার এমডি ও পিডি আব্দুর রহমান বাদশা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা, সিনিয়র সহকারী পলিশ সুপার ছাতক সার্কেল শেখ মো. মুরসালিন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শফি উদ্দিন প্রমুখ। সিমেন্ট কারখানা পরিদর্শনকালে কারখানার কর্মকর্তাদের সাথে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খাঁন কারখানার উৎপাদন ও বিপণন বিষয়ের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল চুনাপাথর ভারত থেকে আমদানির ব্যাপারে যে জটিলতা রয়েছে, তা পরবর্তী নির্বাচিত সরকার দেখবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের উপর বর্তমান সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এ ব্যাপারে উপদেষ্টা সংবাদকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।




