জাউয়াবাজারে পিকআপের ধাক্কায় নিহত ১, চালক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৫৫:৪৭ অপরাহ্ন
জাউয়াবাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাউয়াবাজারে পিকআপের ধাক্কায় রজব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রজব আলী ছাতকের চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের মাস্টার আরজুমন্দ আলীর পুত্র। হাইওয়ে পুলিশ সূত্র থেকে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল ৩টায় জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেটগামী গাড়িটি (সিলেট মেট্রো, ন-১১-০৮৪২) রজব আলীকে ধাক্কা দিলে সে রাস্তায় লুটিয়ে পড়ে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কৈতক ২০ শয্যা হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় পিকআপ চালক লায়েক আহমদ (২৪) কে আটক করা হয়েছে। সে দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকর এলাকার সুন্দর আলীর ছেলে।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুমন কুমার চৌধুুরী বিষয়টি নিশ্চিত করে জানান, চালককে আটক করা হয়েছে এবং পিকআপটি হাইওয়ে পুলিশের জিম্মায় রয়েছে।




