মাধবপুরে ট্রাকে-বালির নিচে থাকা ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ১:১৬:৩০ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি টহলদলের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরার চালান আটক করেছে। যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।
পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সাতছড়ি মধ্যবর্তী এলাকায় গত মঙ্গলবার রাতে বিজিবি টহল দল একটি ইট ও বালুবাহী ট্রাক আটক করে। বালুর ভেতরে লুকিয়ে রাখা ভারতীয় অবৈধ জিরার চালানটি জব্দ করে।
এ সময় টহল বিজিবি উপস্থিতি আচ করতে পেরে ট্রাকে থাকা লোকজন পালিয়ে যায়।




