গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৩:৪৫ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ২০২৪-২৭ কার্যকরী পরিষদের কেন্দ্রীয় কমিটির বিলুপ্ত ঘোষণা করে ও নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিটির সভাপতি নিয়াজ মোর্শেদ ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনের বিরুদ্ধে সংগঠনে শৃঙ্খলা পরিপন্থী একাধিক অভিযোগ উপস্থিত হওয়ায় কমিটির অধিকাংশের বেশি ভোটার ও সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের গভীর পর্যালোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সভাপতির একক ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণ, উদ্দেশ্য প্রণোদিতভাবে সাধারণ সদস্যদের সাথে দুর্ব্যবহার, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম পরিচালনা প্রমাণিত হয়েছে।

এরপর সংগঠনকে গতিশীল করতে কানাডা প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহকে আহবায়ক ও আমেরিকা প্রবাসী আলীম উদ্দিনকে সদস্য সচিব করে দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ওমান প্রবাসী হাফিজ তাজ উদ্দিন, দুবাই প্রবাসী আক্তারুজ্জামান, সৌদিআরব প্রবাসী নাজমুল ইসলাম।বিজ্ঞপ্তি




