শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সর্বোচ্চ নম্বর ৯৬.৬
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ১০:২৯:১০ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৬.৬ নম্বর অর্জন করেছেন ‘এ’ ইউনিটের একজন পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় ভর্তি পরীক্ষার ফলাফল শিটে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
ভর্তি কমিটির সদস্য সচিব জানান, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান বিভাগ) দুটি উপ-ইউনিট রয়েছে। এর মধ্যে এ–১ উপ-ইউনিটে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ঢাকা কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থী নাকিব মুকাররীন। তিনি ৯৬.৬ নম্বর অর্জন করেন। এ–২ উপ-ইউনিটে (আর্কিটেকচার) প্রথম হয়েছেন প্লাবন দাশ।
অন্যদিকে ‘বি’ ইউনিটে (মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান) মানবিক শাখায় ৮২ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ফারহান সায়েফ কল্প। ব্যবসায় শিক্ষা শাখায় ৭৮.৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন পার্থিব রয় এবং বিজ্ঞান শাখায় ৮৯.৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন জার্নিন সুবহা আলম।
পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও জানান, এ–১ ইউনিটে পরীক্ষায় অংশ নেন ৪২ হাজার ৬০০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ২৯ হাজার ৭৩৭ জন। এ–২ ইউনিটে উপস্থিত ছিলেন ৯২৪ জন পরীক্ষার্থী, যার মধ্যে ৪০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ১৭৮ জন।
‘বি’ ইউনিটে মানবিক শাখায় পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ৯৩১ জন, যার মধ্যে ৪০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৪ হাজার ৬২৮ জন। ব্যবসায় শিক্ষা শাখায় উপস্থিত ছিলেন ১ হাজার ৭৭৮ জন, এর মধ্যে ৪০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯০৯ জন। বিজ্ঞান শাখায় উপস্থিত ছিলেন ৮ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী, যার মধ্যে ৪ হাজার ৯৩৮ জন ৪০ শতাংশের বেশি নম্বর অর্জন করেছেন।
ভর্তি সংক্রান্ত বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় সিদ্ধান হওয়ায় পর ওয়েবসাইট ও মেসেজের মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, ‘এ’ ইউনিটে ৯৮৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫২ হাজার ৮২৩ জন শিক্ষার্থী। অন্যদিকে ‘বি’ ইউনিটে ৫৮১টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১৮ হাজার ২৫২ জন শিক্ষার্থী।
মাঈন উদ্দিন
শাবিপ্রবি প্রতিনিধি




