সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা
সিলেট থেকে ঢাকা যেতে যত সময় লাগে, লন্ডনে যেতেও লাগে না- সিলেটে তারেক রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৮:২০:৫৫ অপরাহ্ন
আসসালামু আলাইকুম, আপনারা ভালা আছইন নি বলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্য শুরু করেন। বক্তব্যে তিনি বলেন, তারা বাংলাদেশে বিএনপি সহ লক্ষ লক্ষ মানুষকে গুম-খুনের মামলা দিয়ে জর্জরিত করেছিল। বিগত ১৫/১৬ বছরে উন্নয়নের নাম করে মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আজকে এই যে ঢাকা-সিলেট মহাসড়ক। ২০০৫ সালে আমি সুনামগঞ্জে আসছিলাম, যখন বন্যা হয়েছিল,তখন আমার আসতে লেগেছিল সাড়ে ৪ ঘণ্টার মতো। কিন্তু, আজ আমরা দেখি ১০ ঘণ্টার মতো সময় লাগে। সিলেটের এই পূণ্যভূমির মানুষ, বহু মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন। লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে করে, এই হলো উন্নয়নের ফিরিস্তি।
বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এই জনসভায় বক্তব্য দেওয়ার মধ্যে দিয়ে তারেক রহমান বিএনপির নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিক শুরু করলেন।
তারেক রহমান বলেন, কিছুদিন ধরে খেয়াল করে দেখছি। বাংলাদেশের কোনো মানুষ, দেশের ভেতরে কিছু মানুষ ষড়যন্ত্র করে যাচ্ছে। পত্রপত্রিকায় এসেছে, বিভিন্ন সোস্যাল মিডিয়ায় এসেছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে, সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে যারা আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে, একইভাবে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু, ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে, যেকোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারবে ইনশাআল্লাহ।
জনসভায় তিনি বলেন, কেউ কেউ বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। ১৯৭১ সালের যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে এই মাতৃভূমি। দেশকে স্বাধীন করার সময় এদেশের কিছু মানুষের ভূমিকা আমরা দেখেছি। তাদের ভূমিকার কারণে এদেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা-বোনের সম্মানহানী হয়েছে। কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে। এই কুফরীর বিরুদ্ধে, এই হটকারীর বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই টেইক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। শুধু কথা বলার অধিকারে থাকতে হবে না, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে।
ইনশাআল্লাহ আগামীদিনে বিএনপি সরকার গঠন হলে নবী করীম (সা.) এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে বাংলাদেশ গঠন করা হবে বলে তার বক্তব্য শেষ করেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক, সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদির, সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।
এর আগে বুধবার রাতে সিলেট এসে হযরত শাহজালাল (র.), শাহপরান (র.) ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর কবর জিয়ারত করেন তিনি। পরে সিলেটের দক্ষিণ সুরমার সিলামে শ্বশুরালয়ে নৈশভোজে অংশ নেন তিনি।



