সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৮:৩৯:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৩৩ কেভি বরইকান্দি ফিডার, ১১ কেভি ইন্ডাস্ট্রি ও ১১ কেভি পুলিশ লাইন ফিডারের বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন র্বোড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
বিজ্ঞপিতে বলা হয়, ১১ কেভি ইন্ডাস্ট্রি ও ১১ কেভি পুলিশ লাইনের আওতাধীন সিলেট রেলওয়ে স্টেশন, কদমতলী, গোটাটিকর, আলমপুর, বিভাগীয় কমিশনার অফিস, ডিআইজি অফিস, বিসিক শিল্প এলাকা, বাইপাস রোড, দক্ষিণ সুরমা থানা, পিরিজপুর, চন্ডিপুল, গহরপুর, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, বঙ্গবীর রোড, বলদি, তেতুলতল, লতিপুর, বানেশরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ী, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, তেলিবাজার,তেতলী, অতিরবাড়ী, লক্ষীপুর সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
নির্দিষ্ট সময়ের পূর্বে কাজ শেষ হয়ে গেলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করা হবে এবং গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো।



