‘প্রান্তিক জনগোষ্ঠীর সেবার উদ্দেশ্যেই বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করেছি’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ১:২২:০৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : শিক্ষা, স্বাস্থ্যসহ অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মানবসেবায় নিবেদিত প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, প্রবাসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দানবীর ড. রাগীব আলী বলেছেন, জীবনে মানবসেবাকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। কারণ, এটাকে আমি ইবাদত হিসেবে মনে করি। প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে জকিগঞ্জের সোনাসারে বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। তিনি বলেন, সেবামূলক এই প্রতিষ্ঠানকে সক্রিয় রাখতে স্থানীয় লোকজনকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার জকিগঞ্জের সোনাসারে বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সিলেটে প্রথম বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত লিডিং ইউনিভার্সিটি এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, সোনাসার এলাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও বহু বছর ধরে এখানকার মানুষ ছিলেন চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। কেউ গুরুতর অসুস্থ হলে দূর সিলেট শহরই ছিল একমাত্র গন্তব্য। কিন্তু দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে, অনেকেই সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারতেন না। তাদের এই বঞ্চনার অবসান ঘটাতেই বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করি। ফলে, এখানকার লোকজন আধুনিক চিকিৎসাসেবা পাচ্ছেন।
এ প্রসঙ্গে দেশবরেণ্য শিল্পপতি দানবীর ড. রাগীব আলী আরো বলেন, দেশের প্রত্যন্ত এলাকা সমূহে চিকিৎসক সংকট বিরাজ করছে। অনেক চিকিৎসক শহর ছেড়ে গ্রামে যেতে চান না। এতে সাধারণ মানুষ দুর্ভোগ পোহান। সাধারণ মানুষের এই হয়রানি দূর করতেই সোনাসারের মতো প্রত্যন্ত অঞ্চলে হাসপাতাল প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন। তিনি রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালের তৃতীয় তলার কাজ সম্পন্ন করার এবং একটি সর্বাধুনিক অপারেশন থিয়েটার নির্মাণের আশ^াস দেন।
মতবিনিময় সভায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবেদ হোসেন বলেন, বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতাল জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের একটি অঙ্গ প্রতিষ্ঠান। মানবতার বন্ধু দানবীর ড. রাগীব আলী এটি প্রতিষ্ঠা করেছেন তৃণমূল পর্যায়ে সর্বাধুনিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে। এর সাথে সংশ্লিষ্টদের আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি বলেন, পেশাগত কাজে কোন শৈথিল্যতা ভালো চোখে দেখা হবে না। কারণ এই বদনামের ভাগিদার আমরা হতে পারি না।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. একেএম দাউদ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. মো. তারেক আজাদ, প্রফেসর ডা. শায়েখ আজিজ চৌধুরী, প্রফেসর ডা. সুমন মল্লিক, প্রফেসর ডা. মো. মোফাক্কারুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া মালিক, সহযোগী অধ্যাপক ডা. অসীত চন্দ্র, সহকারী অধ্যাপক ডা. আয়েশা ফারজানা, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোয়াজ্জেম ইসলাম। এছাড়া, উপস্থিত ছিলেন হাসপাতালের ভূমিদাতা মাওলানা রেজাউল করিম জালালী, বারঠাকুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, বিশিষ্ট সমাজসেবী আলা উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ, মুফতি রশিদ আহমদ প্রমুখ।



