শ্রীমঙ্গলের ন্যাপ নেতা ও সাংবাদিক এমএ আলী আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৯:১৬:৫৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আব্দুল আলী (এমএ আলী) আর নেই। তিনি সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ছাত্রজীবনে মৌলভীবাজার কলেজে অধ্যয়নকালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরবর্তীতে তিনি ন্যাপ (মোজাফফর) রাজনীতিতে সক্রিয় হয়ে নেতৃত্বের ভূমিকা পালন করেন। নব্বই-পরবর্তী সময়ে তিনি শ্রীমঙ্গল থানা ন্যাপের সভাপতি হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতা পেশায়ও তিনি ছিলেন সুপরিচিত ও সম্মানিত মুখ। দৈনিক দিনকাল ও দৈনিক সমাচার পত্রিকায় দীর্ঘদিন শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে সততা ও সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন। পাশাপাশি তিনি শ্রীমঙ্গল সমাজকল্যাণ সংস্থার সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
এলাকাবাসীর কাছে তিনি একজন অভিভাবকতুল্য মুরব্বি ও সমাজসেবী হিসেবে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




