হবিগঞ্জ-৪ আসন, ধানের শীষের বড় নিয়ামক হবে চা শ্রমিক ভোটার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৯:৪৪:৩৬ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চা শ্রমিক ও সংখ্যালঘু ভোটারকে টার্গেট করে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি’র প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল মাঠে নেমেছেন। বিগত সুষ্ঠু নির্বাচনগুলোতে চা শ্রমিক ও সংখ্যালঘু ভোটার আওয়ামী লীগের জয়ে বড় ফেক্টর হিসাবে কাজ করে। এ আসনের মোট ভোটারের ৩৫ শতাংশ ভোট চা শ্রমিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের। এবার আওয়ামী লীগ বিহীন ভোটে চা শ্রমিক ও সংখ্যালঘু ভোটারদের আনুকুল্য পেতে বিএনপি নতুন করে হিসাব-নিকাশ শুরু করছে।
হবিগঞ্জ-৪ আসনের অন্তর্গত মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের শ্রমিকদের মধ্যেও এবার নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। হবিগঞ্জ-৪ আসনে প্রায় সাড়ে ৫ লাখ ভোটের ৩৫ ভাগ চা শ্রমিক ও সংখ্যালঘু ভোটার। মাধবপুর উপজেলায় রয়েছে ৫টি এবং চুনারুঘাট উপজেলায় রয়েছে ১৮টি চা বাগান।
আওয়ামী লীগ বিহীন ভোটে এবার ব্যক্তি ইমেজ ও পারিবারিক ইমেজকে কাজে লাগিয়ে বিএনপি’র প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল চা শ্রমিক ভোটারদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। চা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিএনপির প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন এবং ধানের শীষ প্রতীকের দিকে ঝুঁক রয়েছে।
নোয়াপাড়া চা বাগানের শ্রমিক নেতা খেলু নায়েক বলেন, “সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর পরিবার আমাদের নিকটতম প্রতিবেশী। আমাদের আপদে-বিপদে আমরা সব সময় সায়হাম পরিবারকে পাশে পেয়েছি।
সুরমা চা বাগানের শ্রমিক সুশীল কর্মকার বলেন, “চা বাগান এলাকার মানুষ এখনো শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় অনেক পিছিয়ে। আমাদের সন্তানদের ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই, অসুস্থ হলে ঠিকমতো চিকিৎসা পাওয়া যায় না। আমরা আশা করছি সৈয়দ মোঃ ফয়সল এমপি নির্বাচিত হলে তিনি এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখবেন।
এ বিষয়ে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেন, “চা শ্রমিকরা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ তারা দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি নির্বাচিত হলে চা বাগান এলাকার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যোগাযোগ ও শ্রমিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। দল নয়, মানুষই আমার রাজনীতির মূল শক্তি।”
এ আসনে জামায়াত জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন খেলাফত মজলিসের মহাসচি ড,আহমদ আব্দুল কাদের, ইসলামি ফন্টের (সুন্নি জোটের) হয়ে লড়ছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।




