নিজেদের মাঠে শেষ ম্যাচ জয়ে প্লে-অফ নিশ্চিত সিলেট টাইটান্সের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ১১:২১:২৪ অপরাহ্ন
লবীব আহমদ
নিজেদের মাঠে সর্বশেষ ম্যাচকে জয়ে রাঙ্গিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। সোমবার নিজেদের মাঠে রংপুর রাইডার্সকে ১৫ বল বাকি থাকতে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিপিএলের সিলেট পর্ব শেষ করে স্বাগতিকরা। এতে করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে চলে যায় সিলেট টাইটান্স। কিন্তু এদিন অপরম্যাচে জিতে তিনে থাকা রাজশাহী ওয়ারিয়র্স আবারো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নেয়।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ৫ বল থাকতে ১১৪ রানে অলআউট হয় রংপুর রাইডার্স। দলের ৬ রানে ওপেনার কাইল মেয়ার্স (০) ও তাওহীদ হৃদয় (৪) সাজঘরে ফিরে যান। আশা দিলেও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। তিনি চারটি চারের শটে ১২ বলে ২২ রান করে ফিরে যান।
দুই পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ ও খুশদীল শাহ ক্রিজে সেট হলেও দলকে রানের পথে তুলতে পারেননি। ইফতিখার ২০ বলে ১৭ রান করেন। খুশদীল ২৪ বলে তিন চার ও এক ছক্কায় ৩০ রানের ইনিংস খেলেন। পরে নুরুল হাসান (৯) ব্যর্থ হলে আটকে যায় রংপুর। মাহমুদউল্লাহ ২৩ বলে ২৯ রান যোগ করলেও লড়াই করার পুঁজি পায়নি টুর্নামেন্টের শুরুতে ভালো ক্রিকেট খেলা দলটি।
জবাব দিতে নেমে সিলেট ৬.৪ ওভারে ৫৪ রানের ওপেনিং জুটি গড়ে ম্যাচ সহজ করে ফেলে। তৌফিক খান ২২ বলে ৩৩ রান যোগ করেন। চারটি ছক্কা ও একটি চার মারেন তিনি। আরিফুল ইসলাম ২৬ বলে ২১ রান করলেও তা কার্যকর ছিল। তিনি ১৩তম ওভারের প্রথম বলে দলীয় ৮০ রানে আউট হন। পরে আফিফ হোসেন (১২) ও ইথান ব্রুকস (০) পরপর নাহিদ রানার বলে আউট হলেও পারভেজ ইমন ম্যাচ জিতিয়ে ফেরেন। তিনি ৪১ বলে তিনটি করে চার ও ছক্কায় ৫২ রান করেন।
এর আগে বল হাতে সিলেটের স্পিনার নাসুম আহমেদ ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। পেস অলরাউন্ডার শহিদুল ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট। সিলেট গ্রুপ পর্বের ১০ ম্যাচের মধ্যে নয়টি খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট তুলে ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স: ১৯.১ ওভারে ১১৪ (খুশদিল ৩০, মাহমুদউল্লাহ ২৯, লিটন ২২, ইফতিখার ১৭; নাসুম ৩/১৯, শহিদুল ৩/৩৬, মঈন ২/৮)।
সিলেট টাইটানস: ১৮.৩ ওভারে ১১৯/৪ (পারভেজ ৫২*, তৌফিক ৩৩, আরিফুল ২১; নাহিদ ২/১৮, মুকিম ১/১১)। ফল: সিলেট টাইটানস ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাসুম আহমেদ।




